চট্টগ্রাম প্রতিনিধি
জসীম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকুপ ইউনিয়নের মাইজপাড়া এলাকায় স্ত্রীকে কুপিয়ে ইউএনওর কাছে আত্মসমর্পণ করেছেন এক ব্যক্তি। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূর নাম ইয়াসমিন আক্তার। অভিযুক্ত জসীম উদ্দিন বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের বড়ঘোনা এলাকার মোক্তার আহমদের ছেলে।
বাঁশখালী থানার ওসি শফিউল কবীর বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে আহত করেন জসীম। পরে তিনি নিজেই ইউএনওর কাছে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে তাকে থানায় হস্তান্তর করেন ইউএনও।
ওসি আরো বলেন, আহত ইয়াসমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় জসীমের বিরুদ্ধে মামলা করেছেন তারই ছেলে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
Leave a Reply