গাজীপুর প্রতিনিধি
করোনায় আক্রান্ত গাজীপুরের সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর দ্রুত আরগ্য কামনারজন্য আজ শুক্রবার (১৩/০৮/২০২১)গাজীপুর পূবাইলে ৪০ নং ওয়ার্ড মাজুখান (উত্তরপাড়া) আল-আকসা জামে মসজিদে বাদ জুমার নামাজের পর সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মোনাজাত পরিচালনা করেন মাজুখান (উত্তরপাড়া) আল-আকসা জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম বাজিতপুরী।
সম্প্রতি গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম করোনায় আক্রান্ত হয়েছেন।করোনার লক্ষণ দেখা দিলে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে তার নমুনা পরীক্ষা দেওয়া হয়। বুধবার (১১ আগস্ট) জানতে পারেন তিনি করোনা পজিটিভ। এরপর থেকে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।
মসজিদের মোতায়াল্লী মোহাম্মদ ইলিয়াস মিয়া যুগ-যুগান্তরকে বলেন, আমাদের গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র অসুস্থ আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে জনসেবা করার সুযোগ দেন সেজন্য দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
Leave a Reply