গাজীপুর প্রতিনিধি
বিদ্যুতের তার চুরি করা অপরাধ। সেই তার চুরি করার সময় মৃত্যু এবং তারে ঝুলে থাকা মর্মান্তিক ঘটনা। আর এমনই এক ঘটনা ঘটেছে গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানা এলাকায়।
পূবাইল মেট্রোপলিটন থানার ৪০নং ওয়ার্ডের হায়দরাবাদ জিরাইতলি ছাবেদ মার্কেটের সামনের সৌরবিদ্যুৎ ল্যাম্প পোস্টের ব্যাটারি চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, মৃত্যুর পর ওই যুবক তারে ঝুলে ছিল।
সোমবার সকালে খবর পেয়ে বৈদ্যুতিক তার থেকে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার করে পূবাইল থানা পুলিশ।
মৃত যুবক পূবাইল থানার বসুগাঁও মধ্য-দক্ষিণপাড়া এলাকার নাজির হোসেনের ছেলে।
জিরাইতলির ইসমাইল হোসেন জানান, রাতের কোনো এক সময় সৌরবিদ্যুৎ ল্যাম্পপোস্টের ব্যাটারি চুরি করতে গিয়ে অসচেতনতার জন্য খুঁটির পাশ দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক তারে দেহ জড়িয়ে ঝুলে থাকে। অনেক দিন যাবত সৌর বিদ্যুতের ব্যাটারি চুরি হতে থাকায় এলাকাবাসী চোর ধরতে পারেনি বরং রাতে থাকে অন্ধকারাচ্ছন্ন।
পূবাইল মেট্রোপলিটন থানার এসআই সাইদুর যুগ-যুগান্তরকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply