নিজস্ব প্রতিবেদক :
সংঘর্ষের পর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বসে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সমকাল
সংঘর্ষের পর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বসে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সমকাল
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর আগে নয়াপল্টনে বুধবার বিকেল পৌনে ৩টার দিকে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে বিএনপি কার্যালয়ে ঢুকে তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় রুহুল কবির রিজভী, শিমুল বিশ্বাস, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং আব্দুল কাদের ভুইয়া জুয়েলসহ নেতাকর্মীদের আটক করা হয়।
Leave a Reply