শিরোনাম :
আহত-নিহতের পরিবারকে সহায়তায় দিতে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযান, ৫ জনকে আটকের পর ২ জনের মৃত্যু পাকুন্দিয়া উপজেলা ঘন ঘন লোডশেডিং কারণে অতিষ্ঠ জনজীবন।  মৌলভীবাজারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ও নগদ অর্থ পুরস্কার  আটোয়ারীতে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ এবছর দুর্গাপূজা ৩২,৬৬৬ মণ্ডপে, নামাজের সময় বন্ধ থাকবে বাদ্যযন্ত্র’ সচিবালয়ের নতুন ৮ ডিসির নিয়োগ বাতিল মাগুরায় সাংবাদিককে কুপিয়ে জখম আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডিসি নিয়োগ: ‘বঞ্চিত’ কর্মকর্তাদের ক্ষোভে উত্তপ্ত সচিবালয়
সৌদি আরব ভ্রমণ হবে আরো সহজ

সৌদি আরব ভ্রমণ হবে আরো সহজ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশিদের জন্য সৌদি আরব ভ্রমণ আরো সহজ হচ্ছে। এ লক্ষ্যে ঢাকায় ‘নুসুক’ প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে রিয়াদ। এর ফলে হজ ও ওমরাহ পালন করতে বাংলাদেশিরা আরো সহজে দেশটিতে যেতে পারবেন। এছাড়া সাধারণ পর্যটকরাও প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন।

‘নুসুক’ প্ল্যাটফর্ম উদ্বোধন করতে বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা সফর করবেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ। সম্প্রতি এ তথ্য জানিয়েছে সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষ।

সোমবার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘নুসুক’ প্রেসিডেন্ট আলহাসান আলদাববাগ জানান, বাংলাদেশ সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। এমনকি এ অঞ্চলের শীর্ষ পাঁচটি বাজারের মধ্যে বাংলাদেশ একটি। তাই ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশি নাগরিক ও সাধারণ পর্যটকদের জন্য সৌদি ভ্রমণ আরো সহজ করতে ঢাকায় প্রথমবারের মতো ‘নুসুক’ রোড-শো করা হবে।

আলদাববাগ আরো বলেন, সৌদি ভিশন-২০৩০ অর্জনের পথে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চলতি বছরের শেষ নাগাদ প্রায় ৭ লাখ বাংলাদেশি সৌদি আরব সফর করবেন। ২০৩০ সালের মধ্যে বছরে সৌদি আরব সফরকারী বাংলাদেশির সংখ্যা ২৬ লাখে পৌঁছাতে পারে।

‘নুসুক’ মূলত হজ, ওমরাহ ও সাধারণ পর্যটকদের সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া সহজভাবে সম্পন্ন করার একটা প্ল্যাটফর্ম। এতে প্লেনের টিকিট, হোটেল ভাড়া ইত্যাদি সব আগে থেকে ঠিক করা যায়। কয়েক বছর আগে এটি চালু করে সৌদি আরব। ঢাকায় এ প্ল্যাটফর্ম চালু হলে তৃতীয় পক্ষ বা কোনো এজেন্সির সহায়তা ছাড়াই বাংলাদেশিরা হজ, ওমরাহ পালন কিংবা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব সফর করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com