শিরোনাম :
আহত-নিহতের পরিবারকে সহায়তায় দিতে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযান, ৫ জনকে আটকের পর ২ জনের মৃত্যু পাকুন্দিয়া উপজেলা ঘন ঘন লোডশেডিং কারণে অতিষ্ঠ জনজীবন।  মৌলভীবাজারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ও নগদ অর্থ পুরস্কার  আটোয়ারীতে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ এবছর দুর্গাপূজা ৩২,৬৬৬ মণ্ডপে, নামাজের সময় বন্ধ থাকবে বাদ্যযন্ত্র’ সচিবালয়ের নতুন ৮ ডিসির নিয়োগ বাতিল মাগুরায় সাংবাদিককে কুপিয়ে জখম আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডিসি নিয়োগ: ‘বঞ্চিত’ কর্মকর্তাদের ক্ষোভে উত্তপ্ত সচিবালয়
ঔষধি কাজের পাশাপাশি ত্বকের যত্নে জাফরান

ঔষধি কাজের পাশাপাশি ত্বকের যত্নে জাফরান

লাইফস্টাইল ডেস্ক :

বিশ্বের সবচেয়ে দামি মশলা জাফরান। এর ইংরেজি নাম স্যাফরন। বৈজ্ঞানিক নাম ক্রোকাস স্যাটিভাস (Crocus sativus)। অত্যন্ত মূল্যবান হওয়ায় জাফরানকে বাণিজ্যিক অঙ্গনে বলা হয় লাল সোনা (red gold)।
ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে জাফরান বেশি জন্মে। ঔষধি কাজের পাশাপাশি ত্বকের যত্নেও জাফরান ব্যবহার করা হয়। আমরা সবাই ক্রিম এবং ফেস প্যাকের স্থায়ী উপাদান হিসেবে জাফরানের কথা শুনেছি। উৎপাদন সীমিত হওয়ার কারণে জাফরান পাওয়া কঠিন ও ব্যয়বহুল।

বিশ্বের গুটিকয়েক দেশে জাফরান চাষ হয়। জাফরান ফুলের শুকনো রেণু রন্ধন জগতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তার সুগন্ধ ও উজ্জ্বল উষ্ণ রঙের জন্য বেশি জনপ্রিয়। জাফরানের রয়েছে হাজারো ঔষধিগুণ যেমন; কাশি, সর্দি এবং পেটের সমস্যায় ভালো কাজ করে।

পাশাপাশি জাফরান আপনাকে উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করতে পারে।
চলুন জেনে নেওয়া যাক ত্বকের যত্নে কিভাবে জাফরান ব্যবহার করা যায়।

কাঁচা দুধে জাফরান
আমরা জানি কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য খুবই উপকারি। সঙ্গে যদি হয় জাফরান তাহলে তা ত্বকের জন্য সোনায় সোহাগা। জাফরান কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে তাতে একটি তুলার বল ডুবিয়ে রাখুন।

এবং এটি দিয়ে ত্বক পরিস্কার করুন। এটি ত্বকের প্রাকৃতিক পরিস্কারক হিসেবে কাজ করে। এবং আপনার ত্বকে তাৎক্ষণিক উজ্জলতা দেয়।
জাফরান এবং চন্দন

চন্দন এবং গোলাপ জলের সাথে মিশিয়ে একটি সম্পূর্ণ প্রাকৃতিক গ্লো-বুস্টিং ফেস মাস্ক তৈরি করা যেতে পারে। এক চামচ চন্দন পাউডারে ৪-৫ টি জাফরান গুঁড়ো করে মিশিয়ে নিন। গোলাপজল ব্যবহার করে ঘন পেস্ট তৈরি করুন। আপনার মুখে লাগিয়ে ১৫ মিনিটের জন্য রেখে দিন এবং হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

জাফরান এবং ব্রাউন সুগার
জাফরানকে ব্রাউন সুগার এবং নারিকেল তেলের সাথে মিশিয়ে হাঁটু এবং কনুইয়ের চারপাশের রুক্ষ ত্বক উজ্জ্বল করার জন্য বডি স্ক্রাব হিসেবে ব্যবহার করা যেতে পারে। আপনার ত্বকের মরা চামড়া তুলে ফেলতে এই মিশ্রণটি মৃদু গোলাকার গতিতে ঘষুন।

জাফরান এবং গোলাপ জল
আপনার ত্বককে আদ্র এবং সতেজ করার জন্য একটি সুগন্ধযুক্ত টোনার তৈরি করতে পারেন জাফরানের। এর জন্য গোলাপ জলে একটু জাফরান ভিজিয়ে রাখুন। এটি একসাথে মিশিয়ে স্প্রে তৈরি করুন। এবং নিয়মতি স্প্রেটি মুখে নিন। তাহলে ত্বক সুস্থ ও সতেজ থাকবে।

জাফরান এবং বাদাম তেল
বাদাম আমাদের ত্বকের জন্য যেমন উপকারী তেমনই বাদাম তেলও উপকারী। বাদাম তেলে জাফরান ভিজিয়ে রেখে রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে ত্বকে মশ্চারাইজারের কাজ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com