রাশিদা খাতুন কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কবি তার চিন্তা কল্পনা এবং মষ্টননশীলতাকে কাজে লাগিয়ে কাব্য রচনা করে ,তার ই আলোকে-
প্রতি বছরের ন্যায় – বৃহত্তর কুষ্টিয়া জেলার লেখক পাঠক ফোরাম আয়োজিত ,৪র্থ লেখক সাহিত্য ফোরাম -২০২৩ অনুষ্ঠিত হলো গাংনী উপজেলা পরিষদ অডিটরিয়ামে।
১৬ সেপ্টেম্বর সকাল ১০ টা হতে গাংনী উপজেলা পরিষদে বৃহত্তর কুষ্টিয়া জেলার আশেপাশের কয়েকটি জেলা হতে কবি,লেখক ও সাহিত্যিকদের সম্মেলন ঘটে।
বৃহত্তর কুষ্টিয়ার লেখক পাঠক ফোরামের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম ।
বিশেষ অতিথি বৃন্দ হলেন-বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ প্রফেসর হাসানুজ্জামান মালেক মেহেরপুর
লেখক, শিক্ষক ,সাহিত্য সংগঠক আলম আরা জুই,
সরকারি ডিগ্রী কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম গাংনী।
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নাজমুল হেলাল এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক চুয়াডাঙ্গা কলেজ মুন্সি আবু সাঈদ।
আলোচনা সভায় কবিদের উৎসাহ যুগিয়ে আলোচকবৃন্দ- সাহিত্যের অন্তরালে বিষয়বস্তূ সম্বন্ধে এবং পাঠক সমালোচনা সম্বন্ধে আলোচনা করেন।
প্রধান অতিথি রফিকুল ইসলাম বলেন-আমি গর্বিত এই কারণে যে ,আমরা বিশুদ্ধ ভাষায় কথা বলি। আমি গর্বিত এই কারণেই যে, আমরা ৫২ তে মাতৃভাষাকে রক্ষা করতে পেরেছি।
বিশেষ অতিথি কবি,লেখক আলম আরা জুঁই বলেন -আমার কাছে কুষ্টিয়া, মেহেরপুর যেখানেই যাই- নিজেদের বলে মনে হয় ।কবি সাহিত্যিকরা যেখানে যায় সেটাই তার নিজের জায়গা।
বৃহত্তম কুষ্টিয়া জেলার গাংনী মেহেরপুর চুয়াডাঙ্গা ও আশেপাশে কয়েকটি জেলা থেকে কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।আলোচনা অনুষ্ঠান সমাপ্ত হলে দিনব্যাপী বাচিক শিল্পীদের কবিতায় মুখরিত ছিল অডিটোরিয়াম এবং পরিশেষে পাঠক সমালোচনা এবং সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply