ক্রীড়া ডেস্ক :
ভুলে যাওয়ার রোগটা রোহিত শর্মার পুরোনো। তিনি কখনো কিটব্যাগ আনতে ভুলে যান। আবার কখনো বা একাদশে কারা খেলছেন, সেটা মনে করতে পারেন না। এবার এশিয়া কাপ জয়ের পর তেমনই এক অদ্ভূত ঘটনা ঘটিয়েছেন তিনি।
শ্রীলঙ্কার অবিশ্বাস্য ব্যাটিং ব্যর্থতার ফাইনালে ১০ উইকেটে জিতেছে ভারত। যার ফলে পাঁচ বছর পর এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। টুর্নামেন্ট শেষে ফেরার প্রস্তুতি নিচ্ছিল ভারতীয় দল। একে একে সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা উঠে পড়েছিলেন টিম বাসে।
ভারতীয় দলের টিম বাস কলম্বোর হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার সময় ঘটে মূল ঘটনা। সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সেই হোটেল কর্মী ছুটে এসে বলেন- নিজের পাসপোর্ট হোটেলের ঘরে ভুলে ফেলে রেখে এসেছেন ভারত অধিনায়ক।
এদিন সবার শেষ ওঠেন অধিনায়ক রোহিত শর্মা। বাস ছাড়ার আগে হোটেলের এক কর্মী ছুটে আসেন রোহিতের দিকে। তার হতে ধরা ছিল পাসপোর্ট! এ কথা শুনে ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফ রোহিতকে বলেন, রুমে গিয়ে পাসপোর্ট নিয়ে আসতে। তারা অপেক্ষা করবেন।
রোহিতের এই ভুলে যাওয়ার রোগ নতুন নয়। মাঝেমধ্যেই নিজের ব্যক্তিগত জিনিস হোটেলে বা ড্রেসিংরুমে ফেলে চলে যান। কখনো হেডফোন, কখনো বা মোবাইল। সতীর্থ বিরাট কোহলি একটি সাক্ষাৎকারে রোহিতের এই ভুলে যাওয়ার কথা জানিয়েছিলেন।
এর আগেও নাকি একবার নিজের পাসপোর্ট নিতে ভুলে গিয়েছিলেন রোহিত। সেবারও শেষ সময়ে পাসপোর্টের জন্য দৌড়াতে হয়েছিল তাকে।
Leave a Reply