ক্রীড়া ডেস্ক :
এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকাকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছে ভারত দল। এই জয়ে অষ্টমবারের মতো টুর্নামেন্টের শিরোপা জিতল রোহিত শর্মার দল। মেন ইন ব্লুজদের জয়ের রাতে পাকিস্তানকে খোঁচা দিয়েছেন দেশটির সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান।
ভারত-শ্রীলংকা মহারণের আগে পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার বলেন, ‘এটা খালার বাড়ি নয় যে, ভারত হেসেখেলে শিরোপা জিতবে।’
মাঠের খেলাতে শোয়েব আখতারের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে শ্রীলংকাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ভারত। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে লংকানদের ৫০ রানে আটকে ফেলেন সিরাজ-পান্ডিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।
এমন জয়ের পর পাকিস্তানকে খোঁচা দিয়েছেন ইরফান পাঠান। যা হয়তো শোয়েব আখতারকে উদ্দেশ্য করেই এমনটি করেছেন তিনি।
এদিন ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইরফান পাঠান লেখেন, ‘প্রতিবেশীরা এখনো আওয়াজ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তাদের আওয়াজ কলম্বো পর্যন্ত পৌঁছায়নি।’
Leave a Reply