আন্তর্জাতিক ডেস্ক:
জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করে টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি।
আজ রোববার (৯ জুন) সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনিসহ ৭২ সদস্যের মন্ত্রসভা শপথ নেয়।
পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বেতন এবং কী কী সুবিধা তারা পান তা— চলুন তা দেখে নেওয়া যাক।
প্রেসিডেন্ট
২০১৮ সালে ভারতের প্রেসিডেন্টের মাসিক বেতন দেড় লাখ রুপি থেকে বাড়িয়ে পাঁচ লাখ রুপিতে উন্নীত করা হয়। ভারতের তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি তার বাজেট বক্তৃতায় এই বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন।
ভারতের প্রেসিডেন্ট যেসব সুবিধা পেয়ে থাকেন সেগুলো হলো—
প্রেসিডেন্ট বিমান, রেল বা স্টিমারের মাধ্যমে দেশের যেকোনো জায়গায় বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। তিনি একজন ব্যক্তিকে সঙ্গে রাখতে পারেন যার খরচও রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে।
সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের স্বামী বা স্ত্রীও বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন।
আসবাব সজ্জিত বিনা ভাড়ার বাসা, দুটি বিনামূল্যের টেলিফোন সংযোগ (একটি ইন্টারনেট সংযোগের জন্য), একটি মোবাইল ফোন, পাঁচজন ব্যক্তিগত কর্মীসহ বাড়ির রক্ষণাবেক্ষণও রাষ্ট্রীয় খরচে করা হবে।
দায়িত্বরত অবস্থায় প্রেসিডেন্ট মারা গেলে অবসরপ্রাপ্ত প্রেসিডেন্ট যে পেনশন পেতেন তার ৫০ শতাংশ হারে প্রেসিডেন্টের স্বামী বা স্ত্রীকে বাকি জীবনের জন্য পারিবারিক পেনশন প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী প্রতি মাসে বেতন পান ১ লাখ ৬৬ হাজার রুপি। এছাড়া আরও যেসব সুবিধা পেয়ে থাকেন ভারতের প্রধানমন্ত্রী সেগুলো হলো—
প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকে একটি স্পেশাল প্রটেকশন গ্রুপ (এসপিজি) বা বিশেষ নিরাপত্তা বাহিনী।
প্রধানমন্ত্রীর সরকারি সফরের জন্য রয়েছে বিশেষ বিমান যা ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’ নামে পরিচিত।
প্রধানমন্ত্রীর জন্য রয়েছে সরকারি বাসভবন যা ৭, রেসকোর্স রোডে অবস্থিত।
Leave a Reply