শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই মহল্লার সংঘর্ষ, নিহত ২

শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই মহল্লার সংঘর্ষ, নিহত ২

শেরপুরপ্রতিনিধি,

শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুই মহল্লার লোকজন। এতে দুইজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় পাঁচটি দোকান লুটপাট হয়েছে।

সোমবার (১০ সেপ্টেম্বর) রাত ১২টার আগে সংঘর্ষে জড়ায় পক্ষ দুটি।

জানা যায়, শহরের গৌরীপুর মহল্লা এবং খোয়ারেরপার এলাকার শাপলা চত্বরে দুইদল কিশোরের মধ্যে তর্কাতর্কির জেরে দুই মহল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত ১২টার আগে দুই মহল্লার লোকজন মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করেন দুই মহল্লার লোকজন। এতে প্রতিপক্ষের পিটুনিতে গৌরিপুর মহল্লার বাসিন্দা হাফেজ আজাহার আলীর ছেলে ট্রলি শ্রমিক আশরাফুল আলম মিজান গুরুতর আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের দুটি দল তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে আরও এক যুবকের মৃত্যু হয়। তার নাম আরিফুল ইসলাম শ্রাবন। ৩২ বছর বয়সী শ্রাবন গৌরিপুর মহল্লার মিন্টু মিয়ার ছেলে। সংঘর্ষে আহত হওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হয়ে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এছাড়া সংঘর্ষে ২৫ জনের মতো আহত হয়। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম ঢাকা মেইলকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com