মাগুরায় সাংবাদিককে কুপিয়ে জখম

মাগুরায় সাংবাদিককে কুপিয়ে জখম

মাগুরাপ্রতিনিধি;
মাগুরায় ‘দৈনিক এই বাংলা’ নামে পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক আহমেদ আলীকে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে হাসপাতাল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সাংবাদিক আহমেদ আলী মাগুরা শহরের পশু হাসপাতাল পাড়ার বাসিন্দা ও মাগুরা পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাজেদ খন্দকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে মাগরিবের নামাজ শেষে জানাজায় যাচ্ছিলেন। হাসপাতাল পাড়ায় অবস্থিত আল-আহাদ ক্লিনিকের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। তাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে গেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আহত আহমদ আলীর বড় ভাই খন্দকার মোহাম্মদ আলী বলেন, কে বা কারা আমার ভাইয়ের ওপর হামলা করেছে আমরা কিছু জানি না। যারা এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

মাগুরা সদর থানার ওসি মেহেদী রাসেল কালবেলাকে বলেন, বিষয়টি আমরা জেনেছি। ভিকটিমদের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে কারা এর সঙ্গে জড়িত এবং কি কারণে এ ধরনের হামলা ঘটনা ঘটালো তা তদন্ত করে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com