বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, নজরুল বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তির কারণে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমা, ভারতীয় পুরোহিত কর্তৃক মানবতার মহান আদর্শ বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) কে কটূক্তির মাধ্যমে ইসলামের অনুভূতিতে আঘাত ও সেই বক্তব্যের প্রতি বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অরণ্য এর সামনে থেকে শুরু হয়ে নজরুল ভাস্কর্যের সামনে দিয়ে কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তারা বক্তব্য রাখেন। এরপর প্রতিবাদ মিছিলটি আবার জয়োদ্ধনী মঞ্চের সামনে দিয়ে নজরুল ভাস্কর্যের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটক হয়ে নজরুল ভাস্কর্যের পাশে সমাপ্ত করেন।
এসময় আন্দোলনকারীরা ‘বিশ্ব নবীর অপমান, সইবেনারে মুসলমান’, ‘দুনিয়ার মুসলিম, এক হও এক হও’, ‘হিন্দুত্ববাদের আগ্রাসন, রুখে দাও গুঁড়িয়ে দাও’ বলে শ্লোগান দেন।
মানবতার মহান শিক্ষক বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) মানবজাতির রহমত ও আদর্শ। বিশ্বনবীর ওপর আঘাত মানে মুসলমানদের অন্তরে আঘাত। ঈমানি দায়িত্বের জায়গা থেকে আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশ। রাসুলের শানে যদি কেউ বেয়াদবি করে, তাহলে আমরা মুসলমান হিসেবে এটা মেনে নিতে পারি না। ভারতের এ পরিস্থিতির জন্য ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধিক্কার জানান। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর আহবান করেন বক্তারা। একইসঙ্গে এর প্রতিবাদে মসজিদে মসজিদে, পাড়ায়- মহল্লায়, স্কুলে স্কুলে প্রচারণার ব্যাপকভাবে ইন্ডিয়ান পণ্য বর্জনের আহবান জানান।
Leave a Reply