রাজবাড়ী প্রতিনিধি,
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখা।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহরে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ স্মৃতি ফলক চত্বরে পথ সমাবেশ হয়।
এতে বক্তব্য দেন- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক কারী আবু ইউসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুর রহমান সোহান, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ সাব্বির হোসাইন, রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আরাফাত, মো. সুমন।
মিছিলে ‘বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান’, ‘আল কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো’, ‘নারায়ে তাকবীর, আল্লাহ আকবর’, ‘বিশ্ব নবীর দুশনমনেরা হুঁশিয়ার সাবধান’, ‘দ্বীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা’, ‘মোদির দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘বিশ্বের মুসলিম এক হও, লড়াই কর’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়।
বক্তারা বলেন, ভারতের পুরোহিত ধর্মীয় অনুভূতিতে কটূক্তি করে যে কথা বলেছেন সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ কুটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। ভারত সেকুলারিজমের নামে অন্য ধর্মের ওপর বারবার আঘাত করতে পারে না।
Leave a Reply