কুড়িগ্রামে বিপদসীমার ওপরে তিস্তার পানি

কুড়িগ্রামে বিপদসীমার ওপরে তিস্তার পানি

কুড়িগ্রামপ্রতিনিধি,
কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ধান, বাদাম ও মরিচ ক্ষেত তলিয়ে গেছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় নদীভাঙন আতঙ্কে রয়েছে মানুষ। এছাড়া ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানিও বাড়ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় এ তিন নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সন্ধ্যার মধ্যে তিস্তার পানি কমতে শুরু করবে। অন্যান্য নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করার শঙ্কা নেই।

এদিকে পানি বাড়ায় তিস্তার তীরবর্তী রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার ৬ ইউনিয়নের চর ও নিম্নাঞ্চলের শতাধিক বসতঘর, কাঁচা সড়ক তালিয়ে গেছে। শুধু রাজারহাট উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৬০০ পরিবার।

এছাড়া তিন শতাধিক হেক্টর জমির রোপা আমন ও মৌসুমী ফসলের ক্ষেত পানির নিচে বলে জানিয়েছেন কুড়িগ্রাম কৃষি অফিস।

রাজারহাট উপজেলার খিতাব খা গ্রামের কৃষক মোহাম্মদ খান বলেন, তিন বিঘা জমির আধাপাকা ধান পানিতে তলিয়ে গেছে। কিছু ধান কাটতে পারলেও বাকি সব ধান পানির নিচে রয়েছে। আমার খুব ক্ষতি হয়ে গেল।
আরেক কৃষক মো. রফিক বলেন, শাক-সবজি ও বাদাম ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। হঠাৎ করে এমন পানি হবে চিন্তাও করতে পারিনি।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বন্যায় জেলার প্রায় ৩০০ হেক্টর জমির রোপা আমনক্ষেত পানিতে তলিয়ে গেছে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com