কুমিল্লাপ্রতিনিধি;
চৌদ্দগ্রামে মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মতবিনিময় অনুষ্ঠানে কামরুল হুদা
জাতি গড়ার কারিগর শিক্ষকদেও দলমতের উর্ধ্বে কাজ করতে হবে জাতি গড়ার কারিগর শিক্ষকদের দলমতের উর্ধ্বে কাজ করতে হবে-এমন মন্তব্য করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা বলেছেন, স্বৈরাচার হাসিনার সরকার গত ১৫ বছর ধরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সরকারের মন্ত্রী-এমপিরা বড় বড় প্রকল্প নিয়ে লুটপাট করেছে। শিক্ষকরা তাদের যথাযথ সম্মান পায়নি। অথচ বিএনপি জোটের শাসনামলে শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন শিক্ষা ব্যবস্থায় সারাবিশে^ সুনাম ছড়িয়েছেন। শিক্ষকদের নিকট অনুরোধ করছি-শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করান। শিক্ষা ব্যবস্থায় সুনাম ফিরিয়ে আনুন। সোমবার চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠান প্রধানদের সাথে শিক্ষার গুণগতমান উন্নয়ন ও সার্বিক বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরিষদের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মজুমদার মুক্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, সহ-সভাপতি অধ্যাপক এয়াছিন পাটোয়ারী, পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশীদ মুজমদার। প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, আসাদ উল্যাহ ভুঁইয়া, আলী হোসেন, মোঃ মাহবুবুল হক, মোঃ মোবারক হোসেন, মোঃ সফিউল্লাহ, হারিছ মিয়া, আইয়ুব আলী, স্বপন কুমার চক্রবর্তী। জয়মঙ্গলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ ইফতারুল আলমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, যুগ্ম আহবায়ক গাজী শহীদ, আকতার হোসেন, দুলাল পাটোয়ারী, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মোঃ জোবায়ের, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম শামীম, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবদুল বাতেন। এ সময় উপজেলা বিভিন্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। অনুষ্ঠানে উপজেলার ৫৬টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিএনপির পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
Leave a Reply