চকরিয়ায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার শুভ ২০২৪ উদ্বোধন

চকরিয়ায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার শুভ ২০২৪ উদ্বোধন

oppo_34

 

বিশেষ প্রতিনিধি

কৃষি’সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় ( ১ অক্টোবর ২৪) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
তিন দিন ব্যাপী এই মেলা চলবে বলে উপজেলা কৃষি অফিস জানায়।
কৃষি মেলা ২০২৪ এর উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত গত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম মোঃ নাসিম হোসন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা এশরাত জাহানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) অফিসার শাহাদত হোসন, নির্বাচন কর্মকর্তা ইরফান উদিন, চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সিনিয়র সাংবাদিক সৈয়দ মোঃ আবুল কালাম আজাদ, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এম আর মাহাদমু ও কৃষক হামিদ,।

এছাড়া উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী বৃন্দ, উপসহকারী কৃষি কর্মকর্তারা, নার্সারী মালিক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এদিকে এরআগে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল ইসলাম ।
আলোচনা সভার শেষে নিবাহী কর্মকর্তা মো. ফকরুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাসিম হোসনসহ মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন।
কৃষি মেলা সম্পর্কে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম নাসিম হোসন তিনি কালবেলাকে বলেন-
প্রচ‌লিত ও অপ্রচ‌লিত ফল প্রদর্শনী স্টল
কৃ‌ষি সেবা কর্ণার
ছাদবাগান প্রযু‌ক্তি স্টল, কৃ‌ষি যন্ত্রপা‌তি প্রযু‌ক্তি স্টল, কন্দাল ফসল প্রদশর্নী স্টল,
পারবা‌রিক পু‌ষ্টি বাগান স্টল,
আধু‌নিক ধান চা‌ষ প্রযু‌ক্তি স্টল,
আই‌পিএম প্রযু‌ক্তি স্টল,
ভা‌র্মিক‌ম্পোষ্ট প্রযু‌ক্তি স্টল,
মেলায় ফলদ, ওষধি, বনজসহ, মাচায় সবজি চাষ ও বস্তায় আদা চাষ, পুষ্টি গ্রাম, কৃষি সেবা , কন্দাল ফসল, কৃষি উদ্যোক্ত , কৃষি যান্ত্রিকীকরণসহ মোট ১৪টি স্টল শোভাবর্ধন করেছে। এছাড়া বিভিন্ন ধরনের বীজ ও আধুনিক ফল প্রদর্শিত হয়েছে। মেলার প্রথম দিনে ইচ্ছুক জনতার ও শিক্ষার্থী ভিড় দেখা গেছে মেলায়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com