চরফ্যাশন (ভোলা)প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে পূজামন্ডপ সমূহের নিরাপত্তা, আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে প্রস্তুতি সভা করেছে চরফ্যাশন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার নওরীন হকের সভাপতিত্বে চরফ্যাশন অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় বক্তব্য রাখেন, র্যাব-৮ এর ভোলা জেলা কমান্ডার –, নৌবাহিনীর চরফ্যাশনের দায়িত্বপ্রাপ্ত ল্যাপটেনেন্ট কমান্ডার রিফাত, ভোলা জেলা বিএনপির সদস্য ও চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সিনিয়র সহ সভাপতি আ ন ম আমিরুল ইসলাম মিন্টিজ, জামায়াতের চরফ্যাশন উপজেলা আমির মো. মোস্তফা কামাল, পৌর বিএনপি নেতা খায়রুল ইসলাম সোহেল, যুব দলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী, পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী অভিমান্য দাস।
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপুজা উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা রক্ষায় সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে জানিয়ে দলমত নির্বিশেষে সকলের সর্বাত্বক সহযোগীতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক।
সভায় বিএনপিসহ সব দলের উপস্থিত নেতৃবৃন্দ পুজা উদযাপনে তাদের সহযোগীতার আশ্বাস দেন। এসময় পুজা মন্ডপগুলোতে সিসি ক্যামেরা বাধ্যতামুলক করার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক পুজা উদযাপন কমিটিকে নির্দেশ দেন।
সভায় বিএনপি নেতা মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, ৫আগষ্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর দেশের সব জায়গা থেকে শেখ মুজিবুর রহমান এবং ফ্যাসিস্ট হাসিনার ছবি, নাম মুছে ফেলা হয়েছে। কিন্তু চরফ্যাশন উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের প্রবেশ পথে শেখ হাসিনার নাম ফলক এবং শেখ মুজিবুর রহমানের ছবি এখনো রয়েছে। তিনি এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়াও জিন্নাগড় ইউনিয়নে পরিষদে আওয়ামীলীগের এক দালাল চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার শেখ মুজিবুর রহমানের নাম এবং শেখ হাসিনার ছবি মুছে ফেলার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। দুই একদিনের মধ্যে জিন্নাগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিষয়ে সিদ্ধান্ত চুড়ান্ত হবে বলে জানান।
উপজেলার ৪থানার ওসি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংবাদকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply