ডিবি পুলিশ কর্তৃক ০২ জন মাদক ব্যবসায়ী আটকঃ-

ডিবি পুলিশ কর্তৃক ০২ জন মাদক ব্যবসায়ী আটকঃ-

পঞ্চগড়প্রতিনিধি

পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড়ের সার্বিক তত্ত্বাবধানে
মঙ্গলবার  ০১ তারিখে এসআই / মোঃ আবু হোসেন, নেতৃত্বে সঙ্গীয় এসআই/ মোঃ মিজানুর রহমান, এস আই নিরস্ত্র রেজাউল করিম, এস আই আসাদুজ্জামান, এএসআই/ মোশারফ ও ফোর্সসহ ডিবির একটি চৌকশ টিম পঞ্চগড় সদর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে পঞ্চগড় থানাধীন ০৩ নং সদর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের যুব উন্নয়ন অফিসের সামনে পাকা রাস্তার উপর হইতে ধৃত  আসামী ০১। মো: নাঈম হোসেন(২৮), পিতা: মোঃ আনোয়ার হোসেন, সাং-ইসলাম বাগ বৈশাখী মোড় , ২। মো: মামুনুর রশিদ(৪১),পিতা ফজলে করিম, সাং ডোকরো পাড়া থানা ও জেলা পঞ্চগড়দেরকে ৩৩ (তেত্রিশ) পিস নেশা জাতীয় ইনজেকশন এ্যমপুল সহ মঙ্গলবার ০১ তারিখ ১৪.৩০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। এ বিষয়ে পঞ্চগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com