মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড়।। চলমান শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মালম্বীদের খোঁজখবর নিতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পঞ্চগড় জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পূজা উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে তৎপর রয়েছে বিএনপি নেতাকর্মীরা। প্রতিটা পূজা মন্ডপে নির্দিষ্ট সংখ্যক দলীয় স্বেচ্ছাসেবক পাহারায় রাখার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার বিএনপি নেতৃবৃন্দ সার্বক্ষণিক তোদারকি করে আসতেছেন। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখছেন। শনিবার (১২ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত জেলা বিএনপির আহবায়ক এর নেতৃত্বে একটি দল বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পূজা মন্ডপে আয়োজককারীদের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি ও সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের পাশাপাশি জেলা বিএনপি আইন শাখার নেতৃবৃন্দ তার সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন। জেলা বিএনপি’র আহবায়ক মোঃ কাচ্চু বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটি অগণতান্ত্রিক সরকারের পতন হয়েছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ও বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড়ের গণমানুষের নেতা ব্যারিস্টার নওশাদ জমির এর নির্দেশে সনাতন ধর্মালম্বীদের শান্তিপূর্ণ পূজা উদযাপন নিশ্চিত করার জন্য আমরা মাঠে আছি। অতীতে আওয়ামী লীগ সরকার বিভিন্ন কৌশল খাটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিয়েছে, অনেক সময় পূজা মন্ডপে গরুর মাথা রেখে সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছিল। বর্তমানে প্রতিটি রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার সহ সবাই সনাতনীদের নিরাপত্তায় কাজ করছে। শুধু একশ্রেণীর মানুষ এই কাজটি থেকে বিরত আছে। তারা সুযোগ খুজতেছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে কিভাবে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায়। কিন্তু তাদের এই স্বপ্ন কখনো পূরণ হবে না। আমরা সকলেই আপনাদের পাশে আছি এই দেশ আপনাদের আমাদের সবার। এ সময় পূজা আয়োজককারী কমিটির সভাপতি সহ অন্যান্যরা জেলা বিএনপি নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Leave a Reply