ক্রীড়া ডেস্ক:
বাংলাদেশকে ১৩৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে গতকাল সিরিজের শেষ ম্যাচটি জিতে নিয়েছে ভারত। বিশাল জয়ে টাইগারদের ধবলধোলাই করে সিরিজ জয় নিশ্চিত হয়েছে স্বাগতিকদের। অধিনায়ক সূর্যকুমার যাদব এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের অধীনে এটি টি-টোয়েন্টিতে ভারতের টানা দ্বিতীয় সিরিজ জয়। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষেও ৩-০ ব্যবধানে জিতেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। সূর্যকুমারের জন্য এটি অবশ্যই বেশ বড় এক অর্জন, তবে এর চেয়েও বড় অর্জন বোধহয় এটা যে তিনি একটি নিঃস্বার্থ দল গঠন করতে পেরেছেন।
গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারত যে নিঃস্বার্থভাবে ভয়ডরহীন ক্রিকেট খেলেছে তাঁর সবথেকে বড় উদাহরণ সাঞ্জু স্যামসন। ২২ বলে ফিফটি করা স্যামসনের রান ৯ ওভার পরে ছিল ২৯ বলে ৬২। এরপরের ওভারেই রিশাদকে টানা ৫টি ছক্কা মারেন ভারতীয় এই ওপেনার। ফলে ৩৫ বলে তাঁর রান হয় ৯২। এরপর ৯৬ রানে থাকার সময় শেখ মেহেদীর বলে চার মেরে নিজের শতক পূরণ করেন স্যামসন।
স্যামসন কাল সেঞ্চুরি করেছেন ৪০ বলে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই তাঁর প্রথম শতক, আর ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম। তাঁর দারুণ ইনিংসের সুবাদেই ৬ উইকেটে ২৯৭ রানের রেকর্ড সংগ্রহ গড়ে ভারত।
এদিকে ম্যাচ শেষে অধিনায়ক সূর্যকুমার বলেন, ‘আমরা দল হিসেবে অনেক কিছুই অর্জন করেছি। সবথেকে গুরুত্বপূর্ণ, সিরিজ শুরুর আগেও আমি বলেছিলাম, দলে আমি নিঃস্বার্থ ক্রিকেটারদের চাই। আমরা একটি নিঃস্বার্থ দল হতে চাই। আর হার্দিক যা বলেছে, আমরা একে অপরের পারফর্ম্যান্স উপভোগ করতে চাই। মাঠের বাইরেও আমরা একসঙ্গে অনেক সময় কাটাই, মাঠে আমাদের বোঝাপড়াটা সেভাবেই হচ্ছে, আমরাও অনেক ভালো করছি।’
‘দলের চেয়ে কোনো ক্রিকেটারই বড় নয়’, গৌতম গম্ভীর দায়িত্ব নিয়েই দলকে এই মন্ত্রে বিশ্বাসী হতে বলেছেন জানিয়ে সূর্যকুমার আরও বলেন, ‘সিরিজ শুরু আগে, এমনকি শ্রীলঙ্কা সিরিজের আগেও গৌতি ভাই (গম্ভীর) এটাই বলেছিলেন যে দলের চেয়ে কেউ বড় নয়। একু যদি ৯৯ রানে বাঁ ৪৯ রানে থাকে এবং তাঁর যদি মনে হয় যে পরের বলটাই তাঁর বাউন্ডারি ছাড়া করা উচিত তাহলে তাকে সেটাই করতে হবে। সাঞ্জুও একই কাজ করেছে, ও জন্য সত্যিই খুব ভালো লাগছে।’
Leave a Reply