পঞ্চগড় প্রতিনিধি :-
পঞ্চগড়ের বোদা উপজেলার উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলা মিলনায়তনে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির সভাপতিত্ব করেন।
সভায় পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পঞ্চগড় জেলা শাখার সদস্য সচিব এবং জামায়াতের বোদা উপজেলার আমিরসহ ১০ ইউনিয়নের চেয়ারম্যানরাও সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপজেলার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে কী ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় বোদা উপজেলাকে আরও উন্নত করা সম্ভব।
এ সময় সভায় উপজেলার সমস্যা সমাধান ও উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
Leave a Reply