সিলেট প্রতিনিধি:
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স লিপনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় সিলেট মহানগরের মিরাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৯-এর একটি দল।
গ্রেপ্তারকৃত তৌফিক বক্স লিপন (৫০) সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি দক্ষিণ সুরমার মৃত তসলিম বক্সের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল বলেন, সিসিকের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র লিপন বক্সকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামল রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে এসএমপি, সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply