কুয়াকাটায় প্রতিনিধি,
ঢাকা জেলা যুবলীগের আহবায়ক ও সাভার কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মো. মিজানুর রহমান ওরফে জিএস মিজান পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি সাভার মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। এর আগে একইদিন বিকেল ৩টায় থানায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেন।
মিজানুর রহমান সাভার পৌরসভার তালবাগ এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।
ওসি মো. তরিকুল ইসলাম বলেন, মিজানুর রহমান নামের ওই ব্যক্তি কুয়াকাটা সমুদ্র সৈকতে এসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে আমাদের কাছে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে আমরা জানতে পারি তিনি ঢাকা জেলা যুবলীগের আহবায়ক এবং তার বিরুদ্ধে সাভার মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭টি হত্যা মামলা দায়ের হয়েছে। সেসব মামলাতে তাকে গ্রেফতার দেখিয়ে সাভার মডেল থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply