শিরোনাম :
কুষ্টিয়া সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কারে যৌক্তিক সময়টুকুই দেবে জামায়াত’ নরসিংদীতে ৭০০ দৌড়বিদের অংশগ্রহণে শুরু হলো রায়পুরা ম্যারাথন ক্রিকেটারদের মানসিকতায় উন্নতির লক্ষ্যে কাজ করতে চান সালাউদ্দিন শুক্রবার ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, তাগিদ সরবরাহ বাড়ানোর রাজেন্দ্রপুর অর্ডন্যান্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত ‘ট্রাম্পের জয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে বড় পরিবর্তন হবে না’ পঞ্চগড়ের মহানন্দা নদীর দুই পাড়ে হরিজন সম্প্রদায়ের ছট পূজা পালন মানিকগঞ্জে কারাগারে নেওয়ার পথে আদালত প্রাঙ্গণে ছাত্রলীগ নেতাকে পিটুনি দিনাজপুরের হিলি দিয়ে একদিনে রেকর্ড পরিমাণ আলু আমদানি, দাম কমেছে
কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

 

কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও গাজীপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর)  দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মোঃ আবু বকর সিদ্দিকির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু। প্রধান অতিথির বক্তব্যে ইমাম রাজী টুলু বলেন মাদক একটি মারাত্মক ব্যধি। এর নির্মূল করতে হলে সকলের সহযোগিতা লাগবে।এটা একদিনে সম্ভব নয়।
সভাপতি এমদাদুল ইসলাম তার বক্তব্যে বলেন দেশের প্রায় ৬০ লাখ লোক মাদকাসক্ত। মাদকের সরবরাহ হ্রাস, চাহিদা হ্রাস ও জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে এর ভয়াবহতা থেকে  জাতিকে মুক্তি দিতে হবে। এতে সব শ্রেণি পেশার মানুষের সহযোগিতা দরকার। অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগন্থাজ থানা  পুলিশ পরিদর্শক (তদন্ত) রজিউল্লাহ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক গাজীপুর মোং মোজাম্মেল হক, শিক্ষক, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে মাদকের কুফল ও করণীয় নিয়ে তথ্য চিত্র প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com