কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও গাজীপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মোঃ আবু বকর সিদ্দিকির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু। প্রধান অতিথির বক্তব্যে ইমাম রাজী টুলু বলেন মাদক একটি মারাত্মক ব্যধি। এর নির্মূল করতে হলে সকলের সহযোগিতা লাগবে।এটা একদিনে সম্ভব নয়।
সভাপতি এমদাদুল ইসলাম তার বক্তব্যে বলেন দেশের প্রায় ৬০ লাখ লোক মাদকাসক্ত। মাদকের সরবরাহ হ্রাস, চাহিদা হ্রাস ও জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে এর ভয়াবহতা থেকে জাতিকে মুক্তি দিতে হবে। এতে সব শ্রেণি পেশার মানুষের সহযোগিতা দরকার। অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগন্থাজ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রজিউল্লাহ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক গাজীপুর মোং মোজাম্মেল হক, শিক্ষক, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে মাদকের কুফল ও করণীয় নিয়ে তথ্য চিত্র প্রদর্শন করা হয়।
Leave a Reply