কক্সবাজার জেলা প্রতিনিধি
২০০৭ সালের মসজিদ ও মাদরাসার ৩ মাস মেয়াদের এডহক কমিটি ১৭ বছর ধরে উপশক্তির আড়ালে ৭ কোটি ৭২ লক্ষ ও উন্নয়নের নামে সরকারি তহবিল থেকে ২ কোটি ৫০ লক্ষ টাকা উন্নয়নের নামে লুট করে।এছাড়া এমপিভুক্ত কালু ফকির পাড়া মহিলা দাগিল মাদরাসা সুপার নুরুল আলম সহ মসজিদ কমিটি সদস্যরা মাদরাসায় শিক্ষক নিয়োগ দেওয়ার সময় লক্ষ লক্ষ টাকা লেনদেন করেছে অভিযোগ তুলে গ্রামবাসী। তাদের দাবী
এখনো কমিটির সদস্যরা ঐ টাকা লুটপাট করে যাচ্ছে। তারা লুটপাট করে ছেলেদের বিদেশে পাঠানো ও দুবাইতে দোকানপাট করেছে। মসজিদের দানের টাকা লুটপাট করার কারণে-
এলাকাবাসী প্রতিবাদ করে। প্রতিবাদ করার কারণে একপর্যায়ে হামলা চালায় তাদের উপর মাদরাসা কমিটির লোকজন।হামলা চলাকালীন সময় স্থানীয় মহিলা ইউপি সদস্যকে খবর দেয়। তখন তিনি সেখানে গেলে বিষয় টি সমাধান করার চেষ্টা করলে তাকেও হামলা চালায়। পরিবর্তিতে তার ছেলেমেয়েরা উদ্ধার করতে গেলে বাকবিতন্ডায় ও হাতাহাতি হয় তাদের সাথেও।
তাদের দাবী কমিটির সদস্যরা ক্ষমতা খাটিয়ে অন্যায়ভাবে মামলা ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
ভুক্তভোগী মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন কক্সবাজার সদর থানায় একটি এজাহার দায়ের করে
এই বিষয় নিয়ে মুঠোফোনে বজল করিমের সাথে যোগাযোগ করলে তিনি জানান মজিদ কমিটির সব হিসাব সভাপতির কাছে দিয়েছেন বলে জানান। এই বিষয় নিয়ে আরও জানান রিজভী বলেন আমরা কোন হামলা করিনি তারা মিত্যাচার করছে
Leave a Reply