শিরোনাম :
‘পুলিশ জনগণের দোরগোড়ায় গিয়ে সমস্যার কথা শুনে ব্যবস্থা নেবে’ সুনামগঞ্জ জামালগঞ্জের সাচনাবাজার ইউনিয়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মশালা অনুষ্ঠিত। যাওয়া টাকা ফেরত চাই, ব্রিটিশ হাইকমিশনারকে মাহফুজ নির্বাচনে অপরাধকারীদের বিচারের আওতায় আসতে হবে কুমিল্লার দীর্ঘ ১৯ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন টাঙ্গাইল ভূঞাপুরে ‘ইউএনও’র সঙ্গে সুধীজনদের মতবিনিময় সভা বগুড়া সোনাতলা পৌরসভার সাবেক মেয়র নান্নু গ্রেফতার সিবিআইইউ জার্নালিস্ট সোসাইটি গঠিত, সভাপতি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের তাহজীবুল-সম্পাদক টিটিএনের সাজিন টাঙ্গাইলে প্লাস্টিকের বস্তায় চাল মজুদ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
যোগাযোগ :

প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দিনাজপুরের হিলি দিয়ে একদিনে রেকর্ড পরিমাণ আলু আমদানি, দাম কমেছে

দিনাজপুরের হিলি দিয়ে একদিনে রেকর্ড পরিমাণ আলু আমদানি, দাম কমেছে

দিনাজপুরপ্রতিনিধি,
হিলি স্থলবন্দর দিয়ে গতকাল বৃহস্পতিবার একদিনে রেকর্ড পরিমাণ আলু আমদানি হয়েছে। ৭১টি ট্রাকে ১ হাজার ৮১৮ টন আলু দেশে আনা হয়েছে, যা বন্দরটির ইতিহাসে একদিনে সর্বোচ্চ আমদানির রেকর্ড। এর ফলে দেশের বাজারে আলুর দাম কমে গেছে। একদিন আগে আলু ৫৫-৫৭ টাকা কেজি দরে বিক্রি হলেও, বর্তমানে দাম ৫১-৫৩ টাকা কেজি।

দেশে আলুর সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম অস্থির হয়ে উঠেছিল। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার ৫ সেপ্টেম্বর আলু আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনে এবং নিয়ন্ত্রণ শুল্ক প্রত্যাহার করে নেয়। এরপর থেকে একাধিক আমদানিকারক হিলি দিয়ে আলু আমদানি শুরু করেন। প্রথম দিকে দুই-তিন ট্রাক আলু আসলেও পরবর্তীতে তা ১০ থেকে ২০ ট্রাকে পৌঁছায়।

বর্তমানে বন্দর দিয়ে ডায়মন্ড এবং কাটিনাল এই দুই ধরনের আলু আমদানি হচ্ছে। হিলি বন্দর থেকে আলু কিনতে আসা পাইকাররা জানান, কয়েকদিন আগে আলুর দাম ছিল ৪৮ টাকা কেজি, যা ধীরে ধীরে ৫৭ টাকা পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু বৃহস্পতিবার একসঙ্গে এত বেশি আলু আসায় দাম কমে গেছে, এতে পাইকারদের জন্য কেনাকাটা সহজ হচ্ছে এবং তাদের ব্যবসার খরচও কমছে।

আলু আমদানিকারকরা জানিয়েছেন, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি অব্যাহত থাকবে। তবে, ভারতেই আলুর দাম বেশি হওয়ায় তাদের জন্য চাহিদা অনুযায়ী আমদানি করা কিছুটা কঠিন হচ্ছে।

হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আলু আমদানি ও ছাড়ের পরিমাণ বেড়েছে, এবং গত বৃহস্পতিবার একদিনে সবচেয়ে বেশি ১ হাজার ৮১৮ টন আলু দেশে প্রবেশ করেছে, যা হিলি বন্দরটির জন্য একটি নতুন মাইলফলক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com