নরসিংদী প্রতিনিধি,
নরসিংদী জেলার রায়পুরায় শুরু হয়েছে প্রথম ফুল ম্যারাথন। শুক্রবার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় রায়পুরা উপজেলা পরিষদ থেকে শুরু হয় এই ম্যারাথন, যেখানে অংশগ্রহণ করেছেন ৭০০ বাংলাদেশি দৌড়বিদসহ যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, রাশিয়া, চীন, জাপান ও চেক রিপাবলিকের ১৫ জন বিদেশি দৌড়বিদ।
রায়পুরা রানার্স কমিউনিটি এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ম্যারাথনটির আয়োজন করা হয়েছে।
ম্যারাথনটি অনুষ্ঠিত হচ্ছে তিনটি ক্যাটাগরিতে। ৪২ কিলোমিটার ফুল ম্যারাথনে ১০০জন। ২১ কিলোমিটার হাফ ম্যারাথনে ৩০০ জন এবং ১০ কিলোমিটার ম্যারাথনে ৩০০ দৌড়বিদ অংশ নিচ্ছেন। আয়োজকরা জানিয়েছেন, মোট ১০০০ জন দৌড়বিদ রেজিস্ট্রেশন করেছেন।
প্রতিযোগিতার নিরাপত্তা নিশ্চিত করতে ২০০ স্বেচ্ছাসেবী, পুলিশ, আনসার, গ্রামপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করছেন। চিকিৎসা সেবা নিশ্চিত করতে রয়েছে অ্যাম্বুল্যান্সসহ মেডিক্যাল টিম।
ম্যারাথনের পুরো পথ রায়পুরা উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের হাসনাবাদ ১০ নম্বর ব্রিজ পর্যন্ত। এদিকে, ম্যারাথন চলাকালে সড়কের নিরাপত্তা ও স্বাভাবিক যান চলাচল ব্যাহত না হওয়ার জন্য রায়পুরা বাজার এবং শ্রীরামপুর রেলগেইট থেকে রায়পুরা বাজার সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এটি রায়পুরায় অনুষ্ঠিত প্রথম ফুল ম্যারাথন, এর আগে এখানে শুধুমাত্র হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছিল। আয়োজনে রয়েছে নানা দেশের দৌড়বিদদের অংশগ্রহণ, যা রায়পুরা ম্যারাথনকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরছে।
Leave a Reply