বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বাকৃবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘রোভার স্কাউট’ গ্রুপের বার্ষিক দায়িত্ব হস্তান্তর ও পি.আর.এস সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রোভার নাফি উজ জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রোভার ফয়সাল আহমেদ হৃদয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বাকৃবির টিএসসি মিনি কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, ময়মনসিংহ জেলা রোভার স্কাউটের কোষাধ্যক্ষ মো. শহীদুল্লাহ, এবং বাকৃবির গ্রুপ রোভার স্কাউট লিডার ড. মো. জহিরুল আলমসহ নতুন দীক্ষাপ্রাপ্ত রোভাররা।৫ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে তিনটি রোভার ইউনিট এবং দুইটি গার্ল ইন রোভার ইউনিট নিয়ে। রোভার ইউনিটগুলোর মধ্যে ক ইউনিটের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রোভার নাফি উজ জামান এবং সম্পাদক হিসেবে রোভার মো. সাকিব হাসান। খ ইউনিটের সভাপতি হয়েছেন রোভার ফয়সাল আহমেদ হৃদয় এবং সম্পাদক হয়েছেন রোভার সাগর আল হাসান। গ ইউনিটের সভাপতি হয়েছেন রোভার মো. ফরহাদ হোসেন এবং সম্পাদক হয়েছেন রোভার রিমন আহমেদ।
গার্ল ইন রোভার ইউনিটের মধ্যে ক ইউনিটের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রোভার নূর ঈ জান্নাত নাঈমা এবং সম্পাদক হয়েছেন উম্মে খাদিজা জাহান চৌধুরী লিয়া। খ ইউনিটের সভাপতি হয়েছেন রোভার রাজিয়া সুলতানা মীম এবং সম্পাদক হয়েছেন রোভার সামিয়া রহমান পুষ্পিতা।
এছাড়া, স্কাউটিংয়ের সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্ট রোভার স্কাউট (পি.আর.এস) এওয়ার্ডপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়। ময়মনসিংহের ২৭ জন পি.আর.এস পুরস্কার লাভ করেন, যার মধ্যে ২৩ জনই বাকৃবির রোভার সদস্য। এছাড়া, বেস্ট স্কাউট পুরস্কারও প্রদান করা হয় তিনজন সদস্যকে।
অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, ‘স্কাউটিংয়ের কাজ শুধুমাত্র শখ নয়, এটি একজন মানুষের নৈতিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ে স্কাউটদের অসামান্য ভূমিকা রয়েছে, এবং তাদের কর্মকাণ্ড সবসময় প্রশংসনীয়।’
এভাবে, রোভার স্কাউট গ্রুপের নতুন নেতৃত্ব এবং পুরস্কৃতদের সম্মাননা বিশ্ববিদ্যালয়ে স্কাউটিংয়ের প্রতি আগ্রহ ও প্রচেষ্টাকে আরও দৃঢ় করেছে।
Leave a Reply