ক্রীড়া ডেস্ক:
ছবি: সিডাব্লিউআই।
অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশকে ৩৩৪ রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ। সেই রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ান পেসারদের তোপে ৭ উইকেটে ১০৯ রান সংগ্রহ করে দিন শেষ করে বাংলাদেশ। শেষ দিনে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল ২২৫ রান। হাতে আছে ছিল মাত্র ৩ উইকেট। পঞ্চম দিনের প্রথম সেশনের মাত্র ৭ ওভারেই বাকি দুই উইকেট হারায় বাংলাদেশ। আর আঘাত পেয়ে মাঠ ছাড়েন শরিফুল ইসলাম। এতেই ১৩২ রানে থামে বাংলাদেশের ইনিংস, নিশ্চিত হয় পরাজয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে এসে ২০১ রানে হেরেছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা।
আগের দিনের সাত উইকেটে ১০৯ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে দিনের দ্বিতীয় ওভারেই বিদায় নেন হাসান মাহমুদ। আলজারি জোসেফের অফস্টাম্পের সামান্য বাইরে রাখা বলে ডিফেন্স করতে গেলে ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক জশুয়া ডি সিলভার হাতে। ১২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি হাসান।
জাকের এক প্রান্ত আগলে এগিয়ে যাওয়ার চেষ্টা চালান। কিন্তু খুব বেশিদূর আগাতে পারেননি তিনিও। আলজেরি জোসেফের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। তার বলে ফ্লিক করতে গিয়ে লাইন মিস করে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন জাকের। ৫৮ বলে ৫টি চারের সাহায্যে ৩১ রান করেন তিনি।
এরপর তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম হারের ব্যবধান কমানোর চেষ্টা করেন। তবে আলজেরির জেডেন সিলসের বলে শরিফুল মাথায় আঘাত পেলে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে আসেন। মাঠে ফিজিও ঢুকে প্রাথমিক চিকিৎসা দিলেও আর কোনো ঝুঁকি নেননি তারা। শেষ হয় বাংলাদেশের ইনিংস।
এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমে জাস্টিন গ্রেভসে সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ৪৫০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রানে বাংলাদেশও ইনিংস ঘোষণা করেন।
১৮১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের তোপে ১৫২ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। ৬৪ রান খরচায় ৬ উইকেট শিকার করেন তাসকিন।
Leave a Reply