কুমিল্লাপ্রতিনিধি,
কুমিল্লা বিভাগীয় বিএনপির উদ্যোগ শহীদ জিয়া টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। খেলাটি কুমিল্লার শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে কুমিল্লা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন।
হাজী আমিনুর রশিদ ইয়াসিন জানান, কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর খেলবে সবুজ দল হিসেবে। এছাড়া লাল দলে অন্তর্ভুক্ত থাকবে কুমিল্লা উত্তর জেলা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা দল। দলগুলোতে জাতীয় দলের এবং স্থানীয় খেলোয়াড়রা খেলতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কুমিল্লার মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা নিজামুদ্দিন কায়সার।
বিএনপি নেতৃবৃন্দ জানান, তরুণদের নবজাগরণকে আরো বেশি উচ্ছসিত করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে সারাদেশেই এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। একটি প্রাণোচ্ছল টুর্নামেন্টে ক্রিকেট খেলোয়াড় অংশগ্রহণের মধ্য দিয়ে কুমিল্লাবাসী একটি সুশৃঙ্খল টানটান প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করবে বলে প্রত্যাশা করেন আয়োজক বৃন্দ।
Leave a Reply