শেখ নজরুল ইসলাম (সাভার প্রতিনিধি)
আজ ২৯ নভেম্বর ২০২৪ রোজ শুক্রবার জুমার নামাযের পর সাভার জাতীয় স্মৃতিসৌধের সম্মুখে হিন্দুত্ববাদী চরমপন্থী সংগঠন ইসকন’ নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে অত্র এলাকার মসজিদসমুহ থেকে জুমার নামাযের শেষে মিছিল সহযোগে অংশ নেন হাজারো মুসল্লিগণ।
মানববন্ধনে মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষক সহ আলেমগণ তাদের বক্তব্যে ইসকনের চরমপন্থি নীতির সমালোচনা করে এই সংগঠনকে নিষিদ্ধ ও দোষীদের শাস্তি দাবী করেন। বক্তাগণ নব্বই ভাগ মুসলমানের দেশে চরমপন্থী হিন্দুদের দ্বারা নিঃশংস ভাবে হত্যার স্বীকার তরুন আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ করে দোষীদের শাস্তির দাবী করা ঈমানের দাবী বলে মনে করেন। বাংলাদেশে বসবাসরত শান্তিপ্রিয় সকল হিন্দু ভাইদের প্রশংসা করে সহঅবস্থানের প্রতি শ্রদ্ধা জানান। কিন্তু ইসলাম শান্তির ধর্ম আর মুসলিমগণ শান্তিপ্রিয় বলে তাদেরকে খুঁচাখুচি করে ঘুমন্ত বাঘকে বিরক্ত না করার আহবান জানান। আলেমগণ অনতিবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান। পৃথিবীর বিভিন
Leave a Reply