কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আলোচিত শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিলু(৪৫) হত্যা মামলার ফাঁসির আসামি ফালানকে ২৯ বছর পর গ্রেপ্তার করেছে র ্যাব। বুধবার (২৭ নভেম্বর) কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের মুনসেফপুর( টেকপাড়া) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র ্যাব- ১। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি মোঃ আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার(২৮ নভেম্বর) দুপুরে ফালানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ফালান উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মৃত তালেব আলীর ছেলে। হত্যার শিকার বিল্লাল হোসেন একই ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের সৈয়দ আলী ওরফে কিতাবের ছেলে।
ওসি আলাউদ্দিন জানান, ১৯৯৫ সালের ৭ ডিসেম্বর বিলুদের গৃহকর্মী জাকারিয়ার লাউ চুরির অভিযোগ নিয়ে স্হানীয় কয়েকজনের সঙ্গে বিলুর তর্কাতর্কি হয়। এর জের ধরে বিকেলে বিলুকে বাড়ি থেকে ঈশ্বরপুর বাজারে ডেকে নিয়ে যায়। পরে তর্কবিতর্কের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে বিলুকে হত্যা করে। পরে নিহতের ছোট ভাই মোঃ জালাল উদ্দীন বাদী হয়ে ফালান, কাদির, ছাদির, কালাম, বাজিত, আজিজ, হুমায়ুন, ওসমান, ছামাদ, রুস্তম আলীকে আসামী করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা ১৯৯৭ সালে ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপএ জমা দেন। দীর্ঘ ২৩ বছর পর ২০১৮ সালের ২৩ এপ্রিল আদালত এ হত্যা মামলার রায় দেন। গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোঃ ফজলে এলাহী ঘটনার সাথে জড়িত সবার প্রমাণ মোলায় চার্জশীটভুক্ত ১৩ আাসামির সবাইকে মৃত্যুদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন। ওসি আলাউদ্দিন জানান, রায় ঘোষণার পর দন্ডপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের সহযোগিতা চাওয়ার পর র ্যাব-১ মৃত্যু দন্ডপ্রাপ্ত পলাতক আসামি ফালানকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। পরে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করলে বৃহস্পতিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান কালীগঞ্জ থানার ওসি আলাউদ্দিন।
মোঃ আবদুর রহমান
Leave a Reply