ক্রীড়া ডেস্ক:
টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ দুই চক্রেরই ফাইনালে খেলেছে ভারত। তবে একবারও শিরোপা জিততে পারেনি দলটি। গতবার অস্ট্রেলিয়ার কাছে শিরোপা খোয়ানোর আগে প্রথম চক্রের ফাইনালে ভারতের কপাল পুড়েছে নিউজিল্যান্ডের কাছে। এবারও কিউইদের বিপক্ষে সিরিজ দিয়েই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি ৩-০ ব্যবধানে হেরেছে ভারত। কিউইদের কাছে হোয়াইটওয়াশ হওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথ অনেকটাই কঠিন করে ফেলেছে রোহিত শর্মার দল। ধবলধোলাই হওয়ার পর বোর্ডার-গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি রোহিতরা।
তবে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হারলেও ফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে ভারতীয়দের সামনে। সে জন্য অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দারুণ কিছু করতে হবে রোহিতদের। বোর্ডার-গাভাস্কার সিরিজে ভারতের শুরুটাও হয়েছে দারুণ।
বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টেই দুর্দান্ত এক জয় পেয়েছে ভারত। পার্থে অজিদের বড় ব্যবধানেই হারিয়েছে কোহলিরা। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনাও গিয়েছে বেড়ে। তবে ফাইনালে খেলতে হলে এখনো বেশ কিছু সমীকরণ মিলতে হবে ভারতের।
ভারত যদি ৫-০, ৪-০ অথবা ৩-০ ব্যবধানে জিতেঃ বোর্ডার-গাভস্কার সিরিজটি যদি ভারত ৫-০, ৪-০ অথবা ৩-০ ব্যবধানে জিতে তাহলে নিশ্চিতভাবেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত।
ভারত যদি সিরিজটি ৩-১ ব্যবধানে জিতেঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি যদি ভারত ৩-১ ব্যবধানে জিতে তাহলেও ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে। তবে একটি সমীকরণ মিলতে হবে। দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে হারতে হবে দক্ষিণ আফ্রিকাকে। যদি লঙ্কানদের বিপক্ষে সিরিজটি প্রোটিয়ারা জিতে যায় তাহলে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা অনেকটাই কঠিন হয়ে যাবে।
ভারত যদি সিরিজটি ৩-২ ব্যবধানে জিতেঃ ভারত যদি অজিদের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতে তাহলেও রোহিতদের সামনে সুযোগ থাকবে ফাইনালে খেলার, তবে এ জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হবে শ্রীলঙ্কাকে এবং এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে একটি টেস্ট ড্র করতে হবে লঙ্কানদের।
ভারত যদি সিরিজটি ২-২ ব্যবধানে ড্র করেঃ যদি অজিরা ভারতের বিপক্ষে সিরিজটি ড্র করে তাহলে অনেকটাই কঠিন হয়ে যাবে রোহিতদের ফাইনালে খেলা। তবে এরপরও যদি কিছু সমীকরণ পক্ষে যায় তবে ফাইনালে যেতেও পারে ভারত। তবে এজন্য অবশ্যই শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারাতে হবে দক্ষিণ আফ্রিকার, এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্তত একটি টেস্ট জিততে হবে লঙ্কানদের।
Leave a Reply