বগুড়া প্রতিনিধি,
বগুড়ার সোনাতলা পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুকে (৬৫) অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গত কয়েক দিন থেকেই নান্নু ঢাকায় অবস্থান করছিলেন। গতকাল মঙ্গলবার রাত ৭টার দিকে তিনি সোনাতলায় ফেরেন। খবর পেয়ে যৌথ বাহিনী তার বাড়ি ঘেরাও করে তল্লাশি শুরু করে। বাড়ি তল্লাশি শেষে মেয়রের গ্রামের বাড়ি কাবিলপুরে তার পুকুর পাড়ের খামারে অভিযান চালায়। অভিযানে তার খামার থেকে একটি রাম দা ও বাড়ি থেকে ১৬টি অস্ত্র পাওয়া যায়। সব মিলে ১৭টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে। এসবের মধ্যে পাঁচটি ছোরা, একটি চাইনিজ কুড়াল, ছয়টি রাম দা, তিনটি চাকু, একটি বার্মিস চাকু রয়েছে।
এদিকে সাবেক মেয়রকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। নান্নুকে গ্রেফতারের প্রতিবাদে তার নিজস্ব অনুসারী প্রায় কয়েকশত স্থানীয় নারী-পুরুষ রাতে রাস্তায় বেরিকেড দেওয়ার চেষ্টা করেন। তবে প্রথমে সেনাবাহিনী তাদেরকে সরে যেতে বলে। এর পরেও তারা অবস্থান নেওয়ার চেষ্টা করলে সেনাবাহিনীর সদস্যরা শক্ত হাতে দমন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, তখন তারা সটকে পড়েন।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী জানান, গ্রেফতারের সময় তার বাড়ি থেকে ৬টি ধারালো হাসুয়া, ৫টি চাকু, ৬টি চাপাতি ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়।
Leave a Reply