বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুবি
কুবি আরও এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে মোট দুই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী রাকেশ দাস এবং অর্থনীতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী এস কে মাসুমকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মামা হোটেলের সামনে থেকে রাকেশকে এবং বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের উত্তর মোড়ের পাকিস্তান মসজিদের সামনে থেকে মাসুমকে কোটবাড়ী পুলিশ ফাঁড়ির কাছে তুলে দেন সাধারণ শিক্ষার্থীরা।
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা মামলার আসামি হিসেবে আমাদের কাছে দু’জনকে সোপর্দ করেছে। আমরা তাদের ডিবি অফিসে হস্তান্তর করব, তারা সম্ভবত অ্যারেস্ট হিসেবে গ্রহণ করবে।
এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, আমরা দুই শিক্ষার্থীকে পূর্বের একটি মামলার আসামি হিসেবে গ্রেফতার করেছি। তাদের শিগগিরই আদালতে তোলা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আব্দুল হাকিম বলেন, বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে আমি দুই বিভাগের চেয়ারম্যানের মাধ্যমে জানতে পেরেছি। এরপর আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। প্রশাসন বলেছে ওদের নামে মামলা আছে। কোর্টে চালান করার পর আইনগতভাবে ওদেরকে ছাড়িয়ে আনতে হবে।
Leave a Reply