মোঃ আলমগীর হোসেন জুয়েল
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার যুগের পর যুগ সুনামের সাথে মির্জাগঞ্জ উপজেলার অন্যতম প্রতিষ্ঠান সুবিদখালী দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসা।
বাদ আছর থেকে দীর্ঘ ০৬ বছর পরে এবং মরহুম ছারছীনার পীর মোহেব্বুলাহ রহঃ ও সুবিদখালী দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হযরত মাও আজিজ নেছারি রহঃ এর স্বরনে ঈছালে সওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় ঐতিহ্যবাহী সুবিদখালী দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসা মাঠে।
মাহফিল শুরু হয় বাদ আছর থেকে প্রধান আকর্ষণ প্রধান মেহমান আমিরে শরিয়ত ও তরিকত মোজাদ্দেদে জামান কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারউদ্দীন আহমদ হুসাইন ( মা. জি.আ) হযরত কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসীহা পেশ করেন।
মাহফিলে আরও আলোচনা পেশ করেন হযরতের সফর সঙ্গীরা আছর থেকেই দূর দূরান্ত থেকে আখেরাতের পুঁজি গুছাতে মুসুল্লি পীর ভাই মুহব্বীন আসতে থাকে পুরো মাহফিল প্যান্ডেল লোকে কানায় কানায় ভরে যায় সকলকে মাহফিল এন্তাজামিয়া কমিটির পক্ষ শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
Leave a Reply