রাজু আহমেদ মজুমদার
কুমিল্লায় ডিবির জালে আটক হয়েছেন দুই মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) মধ্য রাতে নগরীর ১৩নং ওয়ার্ড এলাকার ঢুলিপাড়া এলাকায় (বাখরাবাদ-টমছমব্রীজ রোডে) অভিযান চালায় জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) একটি আভিযানিক টিম।
এ সময় রাজ্জাক মিয়া নামে এক ব্য৬০ক্তির ভাঙ্গা বিল্ডিংয়ের সামনে পাকা রাস্তার উপর ঢাকা মেট্রো- ন-১২- ৮৭৩২ নাম্বারের একটি কাভার্ডভ্যান গাড়ী তল্লাশি করে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে ডিবি পুলিশ। আটককৃত দুই মাদক কারবারি হলো- চাঁদপুর জেলার কচুয়া থানাধীন নোয়াদ্দা গ্রামের সরকার বাড়ীর মৃত কমল সরকার ও মায়া রানীর ছেলে কৃষ্ণা সরকার (৩২) এবং কুমিল্লা কোতয়ালি মডেল থানাধীন অরন্যপুর গ্রামের নতুন গুচ্ছ বাড়ীর শফিক মিয়া ও মায়া বেগমের ছেলে মামুন মিয়া (২৮)। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন। তিনি জানান, আটককৃত ব্যক্তিরা জব্দকৃত কাভার্ডভ্যান গাড়ীতে বিশেষ কায়দায় তৈরী করা বক্সের ভিতর ৬০ কেজি গাঁজা পাচারের সময় ধরা পড়ে।
Leave a Reply