চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
দুর্ঘটনায় নিহত হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
আর মাত্র তিন পরেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল হুমাযুন কবিরের (২৫)। বিয়ে ঘিরে সব প্রস্তুতিও প্রায় শেষ। এই দিনটি উদযাপনের অনেক স্বপ্ন ছিল পরিবারের। কিন্তু বাসের ধাক্কায় সব যেন চুরমার হয়ে গেছে।
শুক্রবার (১৭ জনুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হুমায়ুন কবির। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামজুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডুমখালী রাস্তার মাথায় এলাকা দিয়ে যাচ্ছিলেন হুমায়ুন। এ সময় একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনস্থলেই প্রাণ হারান হুমায়ুন। আগামী ২০ জানুয়ারি তার বিয়ে হওয়ার কথা ছিল
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদি হাসান বলেন, সকালে কক্সবাজারগামী অজ্ঞাত বাসের ধাক্কায় নোমান নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘাতকবাসটি শনাক্ত করে জব্দের চেষ্টা চলছে।
Leave a Reply