ক্রীড়া ডেস্ক :
জুনে নেইমারের সঙ্গে চুক্তি শেষ হওয়ার ছিল সৌদি প্রো লিগের আল হিলালের। এরপর তিনি ছাড়বেন সৌদি লিগও। এমন খবর বাজারে আসতেই আলোচনার ডালপালা মেলতে শুরু করে। খবরটি যে সত্যি জানিয়ে দিলো আল হিলাল। অপেক্ষা করতে হল না জুন পর্যন্তও। মঙ্গলবার ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, দু-পক্ষের সম্মতিতে ছিন্ন হয়ে গেছে সম্পর্ক।
সৌদি ক্লাবটি লিখেছে, ‘আল হিলাল কোম্পানি এবং নেইমার জুনিয়র তাদের চুক্তি শেষ করতে যৌথভাবে সম্মত হয়েছে। আল হিলালের হয়ে নেইমার যা করেছে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছে ক্লাব কর্তৃপক্ষ। তার ক্যারিয়ারের উন্নতি কামনা করছে আল হিলাল।’
আল হিলালের সাথে ব্রাজিলের পোষ্টার বয়ের বিচ্ছেদ হওয়ার পর গুঞ্জন চলছিল শৈশবের ক্লাব সান্তোসে ফিরতে যাচ্ছেন নেইমার। শেষ পর্যন্ত এই গুঞ্জনই বাস্তবে রূপ নিলো। আনুষ্ঠানিকভাবে সান্তোসের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন নেইমার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরো বলেন, এটাই সময় (ফিরে আসার), নেইমার। এটা তোমার নিজের মানুষের কাছে ফিরে আসার সময়। আমাদের ঘরে, আমাদের হৃদয়ের ক্লাবে ফিরে আসার সময়।
তিনি আরও বলেন, স্বাগতম, আমাদের ছেলেটি নেইমার! ভিলা (বেলমিরো, সান্তোসের স্টেডিয়াম)-এর ছেলে। আবার সাদা-কালো জার্সি পরে খুশি হতে ফিরে আসো। সান্তোস জার্সিতে তোমাকে উন্মুক্ত বাহুতে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছে।
২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার। সেখানে স্বপ্নের মতোই সময় কাটান তিনি। তবে এরপর ক্যারিয়ারের উড়ন্ত সময়ে ২০১৭ সালে দলবদলের বিশ্বরেকর্ড গড়ে পিএসজিতে যোগ দেন তিনি।
সেই থেকে যেন নেইমারের দুঃসহ অধ্যায়ের শুরু। ক্লাবে অনেকটাই উপেক্ষিত হয়ে পড়েছিলেন তিনি। ফলে ২০২৩ সালের আগস্টে রেকর্ড গড়ে পাড়ি জমান সৌদিতে। ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমার পর তৃতীয় সুপারস্টার হিসেবে মধ্যপ্রাচ্যের লিগটিতে যোগ দিয়েছিলেন তিনি।
কিন্তু ইনজুরির কারণে দেড় বছরে খেলতে পেরেছেন মাত্র সাতটি ম্যাচ। ২০২৩ সাল থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত মাঠের বাইরে কাটাতে হয় তাকে। এরপর মাত্র একটা ম্যাচে বদলি হিসেবে নেমে ফের চোটে পড়েন তিনি।
এ অবস্থায় জানুয়ারিতে সৌদি প্রো লিগের এই মৌসুমের জন্য নেইমারকে আর নিবন্ধিত করেনি আল হিলাল। ফলে মাত্র সাত ম্যাচ আর এক গোল নিয়ে শেষ হলো নেইমারের ১৭ মাসের দুঃসহ সৌদি অধ্যায়।
Leave a Reply