ক্রীড়া ডেস্ক :
ফেব্রুয়ারি মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে সবগুলো দলের প্রাথমিক স্কোয়াড। তবে পাকিস্তান এক্ষেত্রে ব্যতিক্রম। তাদের ঘোষিত স্কোয়াডে রয়েছে ১৮ সদস্য যা মূল টুর্নামেন্টের আগে ১৫ সদস্যে পরিণত হবে। আর এতেই কপাল পুড়বে তিন পাকিস্তানি খেলোয়াড়ের।
বাদ পড়তে পারেন কোন তিনজন, তা নিয়ে মিলতে শুরু করেছে আভাস। ক্রিকেট বিষয়ক পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়া সেই তিন দুর্ভাগা ক্রিকেটার হতে পারেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসামা মির ও মোহাম্মদ নাওয়াজ।
প্রতিবেদনের তথ্যানু্যায়ী এই তিন ক্রিকেটারের বাদ পড়তে যাওয়ার সম্ভাব্য কারণ হিসেবে বলা হয়েছে, তারকা পেসার ওয়াসিমের জায়গায় স্কোয়াডে থিতু হবেন মোহাম্মদ হাসনাইন। কেননা, সবশেষ ন্যাশনাল ওয়ানডে কাপে অসাধারণ পারফরম্যান্স করেছে হাসনাইন। যা তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দলেও জায়গা পেতে সাহায্য করবে। উসামা মিরকে নিয়ে বলা হচ্ছে; দলে আবরার আহমেদ ও সুফিয়ান মুকীম থাকায় উাসামা জায়গা হারাবেন। অন্যদিকে অলরাউন্ডার নাওয়াজ বাদ পড়বেন সালমান আগার কারণে।
পাকিস্তানের প্রাথমিক স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, তৈয়ব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মোহাম্মদ হাসনাইন, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ, কামরান গোলাম, সালমান আলী আগা, ইমাম-উল-হক, ফখর জামান, হাসিবুল্লাহ ও আব্বাস আফ্রিদি।
উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি করাচির ন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের এবারের চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা। গ্রুপে তাদের সঙ্গী বাকি দুই দল বাংলাদেশ ও ভারত।
Leave a Reply