ক্রীড়া প্রতিবেদক;
লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের হামজা চৌধুরী। প্রিমিয়ার লিগের বদলে তাকে এখন দেখা যাবে ইংলিশ চ্যাম্পিয়নশিপে। নতুন ক্লাবে রঙিন এক অভিষেক হলো হামজার। জয়ে ফিরল তার দলও। শনিবার রাতে চ্যাম্পিয়নশিপে ডার্বি কাউন্টির মাঠে ১-০ গোলে জিতেছে শেফিল্ড ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন ব্রেন ব্রেরেটন দিয়াজ। গোলটার আর শোধ দিতে পারে ডার্বি কাউন্টি। চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমে এটা শেফিল্ডের ১৯তম জয়। এই জয়ে বার্নলিকে টপকে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে শেফিল্ড ইউনাইটেড। ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট তাদের।
দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে লিডস ইউনাইটেড। তিনে থাকা বার্নলির সংগ্রহ ৫৮ পয়েন্ট। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে তিন পয়েন্ট পিছিয়ে চারে নেমেছে সান্ডারল্যান্ড। ফলে চ্যাম্পিয়নশিপের শিরোপা দৌড়ে আছে শেফিল্ড ইউনাইটেড।
হামজাকে দলে টেনে স্বপ্নপূরণের দৌড়ে আরেকটু এগিয়ে গেল তারা। শেফিল্ড শেষ অবধি শিরোপা জিততে পারবে কিনা সেটি বলে দেবে সময়। তবে ছয় বছর পর তাদের ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার জোর সম্ভাবনা জাগাল তারা।
অভিষেকে শেফিল্ডের হয়ে আলো ছড়িয়েছেন হামজা। পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন তিনি। পুরস্কার হিসেবে ম্যাচ সেরাও হয়েছেন বাংলাদেশি এই সুপারস্টার। তাকে ঘিরে বড় স্বপ্ন দেখছে শেফিল্ড ইউনাইটেড। এদিকে লাল-সবুজের জার্সিতে তার অভিষেক দেখতে যেন তর সইছে না দেশের ফুটবলপ্রেমীদের। সবকিছু ঠিক থাকলে ফিফার পরবর্তী উইন্ডোতেই আন্তর্জাতিক মঞ্চে প্রথমবারের মতো দেখা যাবে হামজাকে।
Leave a Reply