নারায়ণগঞ্জ প্রতিনিধি,
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আওয়ামী লীগের কর্মসূচির লিফলেট বিতরণের অভিযোগে অভিযান চালিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাকান্দা ও রুপালি আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির পক্ষে বন্দর উপজেলার কলাগাছিয়া ও সোনাকান্দা এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছিলেন আটক ব্যক্তিরা। এ সংক্রান্ত ভিডিও ও ছবি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হয়।
এরপর বন্দর থানা-পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে। তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply