মোঃ আলমগীর হোসেন জুয়েল।
পটুয়াখালী জেলার অন্যতম উপজেলা মির্জাগঞ্জ এই উপজেলা যার নামের জন্য পরিচিত এবং প্রতিদিন যার কাছে দোয়া নিতে আসেন সকল ধর্মের লোকজন যেখানে শায়িত আছেন অলি কুলের শ্রেষ্ঠ মনী হযরত ইয়ার উদ্দীন খলিফা সাহেব রঃ এর জন্যই মির্জাগঞ্জ সবার কাছে পরিচিত সেই পূর্ণ ভুমিতেই ইসলামি আন্দোলন এর চাষাবাদ এবং জমিন উর্বর
ইসলামি আন্দোলন এর জন্য মির্জাগঞ্জের মাটি উর্বর ইসলামের জন্য ইসলামি আন্দোলন বাংলাদেশ এর শাখা সংগঠন ইসলামি ছাএ আন্দোলন বাংলাদেশ হাজারো ছাএ এই পতাকাতলে এসে হয়ে গেছেন আল্লাহ ওলা স্কুল কলেজ ভার্সিটির ছাএ ইসলামি ছাএ আন্দোলন এর সাথে মিশে সদস্য হওয়ার পরে দেখলে বোঝা যায়না জেনারেল শিক্ষার্থী মনে মাদ্রাসার তলবে ইলম এটাই হলো ইসলামি ছাএ আন্দোলন পথ ভুলা মানুষকে দীনের আওতায় এনে মালিককে চিনিয়ে আখেরাতের বাজার করে দুনিয়া থেকে যেতে পারে।
আগামী ০৮ ফেব্রুয়ারী ২৫ শনিবার, বিকাল ০৩ ঘটিকায় উপজেলার সুবিদখালী তিন রাস্তার মোড়ে ইসলামি ছাএ আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে যোগ দিবেন শত শত ছাএ মুজাহিদ আম জনতা সম্মেলনকে সফল করতে জেলা উপজেলা বিভাগীয় ও উপজেলার সাবেক বর্তমান ছাএ নেতারা উপস্থিত হবেন সকলকে উপজেলা ইসলামি ছাএ আন্দোলন বাংলাদেশ এর সভাপতির পক্ষ থেকে দাওয়াত এবং দোয়ার দরখাস্ত।
Leave a Reply