শিরোনাম :
বান্দরবান অভিযানে দুই আ.লীগ নেতা আটক নোয়াখালী চিশতী মঞ্জিলে বাৎসরিক ওরস উদযাপন  ইসলাম ধ্বংসাত্মক বিপর্যয় ইরানে বাতিল শিয়াবাদি স্বৈরতন্ত্রের রাষ্ট্রীয় জবরদখলকে ইসলামী বিপ্লব মনে করা ইসলামকে অস্বীকার করা — আল্লামা ইমাম হায়াত সিলেটে প্রবাসী তরুণী আপত্তিকর ছবি তৈরি !! অত:পর তরুণ রমজান মাসজুড়ে টিসিবির ট্রাক সেল চালু থাকবে: বাণিজ্য উপদেষ্টা দেশ ছেড়ে পালানোর সময় গ্রেফতার শেখ হেলালের পিএস মোদি-ট্রাম্প বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশ ইস্যু রাজধানীর কমলাপুরে সরকারি দফতরের ডেভিলদের আগে ধরতে হবে : মির্জা আব্বাস বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৪তম অবস্থানে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায়ের রিভিউ শুনানি দুই সপ্তাহ মুলতবি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যাগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেটে হঠাৎ করে বেড়েছে এলপিজি গ্যাসের দাম

সিলেটে হঠাৎ করে বেড়েছে এলপিজি গ্যাসের দাম

সিলেট প্রতিনিধি :
সিলেট শহর তথা উপজেলার গ্রাম গঞ্জে হঠাৎ বেড়েছে এলপিজি গ্যাসের দাম। এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন গ্যাস ব্যবহারকারী ক্রেতারা। বিশেষ করে সিলেটের পাইকারী দোকানে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে এর প্রভাব পড়েছে খুচরা দোকানেও। সিলেট নগরীর বন্দরবাজার,আম্বরখানা,শিবগঞ্জ,কদমতলী এলাকা ঘুরে দেখা গেছে, পাইকারি ও খুচরা দোকানে বৃদ্ধি পেয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ ঘোষণা দিয়েছে।
রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়ে ছিলো সংস্থাটি। এখবর পাওয়া মাত্রই সুযোগ সন্ধানী কিছু ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়েও গ্যাস সংকটের অজুহাত দেখিয়ে বাড়তি দাম রাখার অভিযোগ উঠেছে। সংস্থ্যাটি প্রতিলিটার অটোগ্যাসের দাম ৮৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ৭৪ পয়সায় নির্ধারণ করেছে। কিন্তু ব্যবসায়ীরা তার চেয়ে দ্বিগুন দামে এলপিজি বিক্রি করছেন।

 

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৫৯ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এর আগে গত মাসের শুরুতে জানুয়ারি মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছিল এলপিজির দাম। তবে গত ১৪ জানুয়ারি এই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুননির্ধারণ করা হয়।

 

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের জন্য সৌদির আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৬৩৫ মার্কিন ডলার ও ৬২৫ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬২৮.৫০ মার্কিন ডলার বিবেচনায় ফেব্রুয়ারি মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com