বিনোদন ডেস্ক :
ইরানি ভিন্নমতাবলম্বী চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে তাঁর ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ চলচ্চিত্রের জন্য স্বর্ণপাম পুরস্কার লাভ করেন। শুধু কান নয়। বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন তিন চলচ্চিত্র উৎসব থেকেও তিনি সর্বোচ্চ পুরস্কার অর্জন করেছেন। এবার এ নির্মাতাকে দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
কানে জাফর পানাহির ‘স্বর্ণপাম’ ঘিরে প্রশংসা ও রাজনৈতিক আলোড়ন
জানা গেছে, ২০২৫ সালের ‘এশিয়ান ফিল্মমেকার অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত করা হয়েছে তাঁকে। ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ পানাহির জনপ্রিয় ছবি রাজনৈতিক প্রতিশোধ ও রাষ্ট্রীয় দমন-পীড়ন এর ভয়াবহ বাস্তবতার গল্প বলে, যা পুরো পৃথিবীকে নাড়া দিয়েছে।
রাষ্ট্রীয় দমন-পীড়ন মধ্যেও সৃষ্টিশীল কাজ চালিয়ে যাওয়ার জন্য ‘এশিয়ান ফিল্মমেকার অব দ্য ইয়ার’সম্মাননা প্রদান করা হচ্ছে। চলতি বছরে ১৭ সেপ্টেম্বর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হবে।
মুক্তি পেয়েছেন ইরানি নির্মাতা জাফর পানাহি
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় পানাহি বলেন, ‘যখন আমার দেশে সিনেমা বানানো প্রতিদিনই আরও কঠিন হয়ে উঠছে, তখন এই স্বীকৃতি আমাকে মনে করিয়ে দেয়- সিনেমা এখনও সীমান্ত, ভাষা এবং প্রতিবন্ধকতা অতিক্রম করে আমাদের যুক্ত করতে পারে। আমি শুধু নিজের পক্ষেই এই পুরস্কার গ্রহণ করছি না, বরং তাদের পক্ষেও, যারা নীরবে, নির্বাসনে কিংবা চাপে থেকেও সৃষ্টি করে যাচ্ছেন।’
Leave a Reply