গাইবান্ধা জেলা প্রতিনিধি,
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ভুল চিকিৎসায় পারুল বেগম (২৫) নামে এক প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার (১৮ অক্টোবর) ভোরবেলার দিকে পলামবাড়ীর মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে এ ঘটনা ঘটে।
পারুল বেগম (২৫) পলাশবাড়ী পৌর শহরের জামালপুর গ্রামের বাদশা মিয়ার মেয়ে ও উপজেলা মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের শামিম মিয়ার স্ত্রী।
এ ঘটনায় শনিবার (১৮ অক্টোবর) সকালে রোগীর স্বজনরা মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম এ ভাঙচুর করে ও অগ্নিসংযোগের চেষ্টা করে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী-পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
মৃত রোগীর স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় প্রসূতি পারুল বেগমকে সিজার করার জন্য মা ক্লিনিকে নেওয়া হয়। পরে রাত প্রায় ১১টার দিকে তার সিজার শুরু করে ক্লিনিক কর্তৃপক্ষ। এতে তাদের ভুল চিকিৎসার ফলে ভোর ৪টার দিকে প্রসূতি রোগী মৃত্যুর কোলে ঢলে পরেন। পরে রোগীর স্বজনদের শান্তনা দিতে ক্লিনিকের কর্তব্যরতরা অ্যাম্বুলেন্স ডেকে মরদেহ রংপুর রেফার্ডের চেষ্টা করলে রোগীর স্বজনরা বিষয়টি বুঝতে পারে। পরে রোগীর স্বজনরা মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম এ ভাঙচুর করে ও অগ্নিসংযোগের চেষ্টা করে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী-পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক টিম পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
এ বিষয় মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের মালিক ফাতেমা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো বলেন, প্রসূতির মৃত্যুর ঘটনায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
Leave a Reply