ক্রীড়া ডেস্ক :
দীর্ঘ খরা কাটিয়ে অবশেষে গোলের দেখা পেলেন লামিন ইয়ামাল। প্রেম ভাঙার পরের ম্যাচেই স্বরূপে ফিরে এলেন এই তরুণ তারকা। তার দুর্দান্ত পারফরম্যান্সে এলচেকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।
ম্যাচের নবম মিনিটেই গোল করেন তিনি। আলেহান্দ্রো বালদে দারুণ এক পাস দেন, আর ইয়ামাল নিখুঁত শটে সাবেক বার্সা গোলরক্ষক ইনাকি পেনার জালে পাঠান বল। তিন মিনিট পর ফেররান টরেসের গোল বার্সাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেয়। ফেরমিন লোপেজের ক্রস থেকে সহজেই গোল করেন টরেস, এরপর টি-শার্টে লেখা বার্তায় তিনি ভ্যালেন্সিয়ার বন্যাদুর্গতদের স্মরণ করেন।
হাফটাইমের আগে এলচের হয়ে রাফা মির এক গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে তার আরেকটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। কিন্তু র্যাশফোর্ডের দারুণ গোল বার্সাকে ফের জয়ের পথে তোলে। ফেরমিন লোপেজের ক্রস থেকে শটে তিনি স্কোর করেন, যা ছিল তার মৌসুমের দ্বিতীয় গোল।
শেষ দিকে গোলরক্ষক ভয়চেক শেজনি বার্সাকে রক্ষা করেন রাফা মিরের একটি শক্তিশালী শট ঠেকিয়ে। এই জয়ে ২২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা লা লিগা তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে, শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্ট পেছনে।
Leave a Reply