কুমিল্লা প্রতিনিধি:-
লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও তরুণ সাংবাদিক জয়নাল আবদীন জয়কে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতারের ঘটনায় লালমাই প্রেসক্লাবসহ বিভিন্ন মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।
সাংবাদিক মহল অভিযোগ করেছে, একটি মহল তার পেশাগত কাজ বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র করেছে। এ ঘটনায় লালমাই প্রেসক্লাবের সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে ন্যায়বিচারের দাবি জানান।
উল্লেখ্য, গ্রেফতারের পর আজ আদালতে জামিন আবেদন করলে মাননীয় আদালত সাংবাদিক জয়নাল আবদীন জয়কে জামিনে মুক্তি প্রদান করেন।
লালমাই প্রেসক্লাব পরিবার তার নিঃশর্ত মুক্তিকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।
Leave a Reply