বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা ও সমালোচনার বিষয় হয়ে উঠেছেন। নেটিজেনরা বলছেন, মালাইকার জীবনে নতুন প্রেম এসেছে। গুঞ্জন ছড়িয়েছে মালাইকা বর্তমানে হর্ষ মেহতা নামে এক হীরা ব্যবসায়ীর সাথে ডেটিং করছেন। পরে জানা যায়, হর্ষ তারই ব্যক্তিগত ম্যানেজার।
কেমন পুরুষ ছন্দ? প্রেমের গুঞ্জনের মাঝেই অতীতের এক সাক্ষাৎকারে মালাইকা বলেছিলেন, আমি এমন পুরুষদের পছন্দ করি যারা একটু রুক্ষ এবং তীক্ষ্ণ চেহারার। আমি এমন পুরুষদের পছন্দ করি না যারা খুব সুন্দর, ফর্সা ত্বকের অধিকারী এবং কামানো গোঁফ এবং দাড়ি রাখে।
তিনি আরও বলেন, তার পছন্দের পুরুষের কী কী গুণাবলী থাকা উচিত। তার ভাষায়, তার সাহসের সাথে খোলামেলাভাবে প্রেম করতে সক্ষম হওয়া উচিত। আমি এমন কাউকে পছন্দ করি যে ভালোভাবে চুম্বন করতে পারে। মালাইকার মতে, একজন পুরুষের চোয়াল শক্ত হওয়া উচিত এবং স্পষ্টভাষী হওয়া উচিত।
সেই সাক্ষাৎকারে মালাইকাকে তার দ্বিতীয় বিয়ে সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেন, আমি খুব রোমান্টিক ব্যক্তি। আমি প্রেমে বিশ্বাস করি। তাই, ভবিষ্যতে এটি ঘটবে না, এখনই বলা যাবে না।
সম্প্রতি এই কনসার্টে রহস্যময় এক পুরুষের সাথে মালাইকাকে দেখতে যাওয়ার পর তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এনরিক ইগলেসিয়াসের শোতে তাদের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়, যার ফলে নতুন প্রেমিক-প্রেমিকা সম্পর্কে জল্পনা শুরু হয়। তবে ভক্তরা দ্রুত স্পষ্টই করেন, ওই ব্যক্তি আসলে অরোরার ম্যানেজার হর্ষ মেহতা, যিনি প্রায়শই তার সাথে বিভিন্ন অনুষ্ঠানে যান। তিনি হীরা ব্যবসায়ী হর্ষ নন।
দু’দিন আগে ৫২ পেরিয়েও এখন তরুণ মালাইকা জানান, আমি একটু রুক্ষ আর ধারালো চেহারার পুরুষ পছন্দ করি। খুব ফর্সা, পরিপাটি বা গোঁফ-দাড়ি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়। শুধু চেহারাই নয়, মালাইকার মতে, পুরুষের ব্যক্তিত্বে থাকতে হবে সাহস আর আত্মবিশ্বাস।
তিনি বলেন, আমার এমন কাউকে ভালো লাগে যে প্রকাশ্যে সাহস করে ‘ফ্লার্ট’ করতে পারে, এবং যে ভালো চুমু খেতে জানে। এছাড়াও অভিনেত্রীর মতে, তার পছন্দের পুরুষ হবেন স্পষ্টবাদী, মুখে থাকবে শক্ত চোয়াল, আর মনেও থাকবে রোম্যান্সের ছোঁয়া।
ট্রাম্পকে হারানোর পথ দেখালো নিউইয়র্ক: মামদানিট্রাম্পকে হারানোর পথ দেখালো নিউইয়র্ক: মামদানি
মুম্বাইতে যাচ্ছেন বিটিএস তারকা জংকুক, তবে…মুম্বাইতে যাচ্ছেন বিটিএস তারকা জংকুক, তবে…
মালাইকা নিজেকে খুবই রোম্যান্টিক মানুষ উল্লেখ করে বলেন, ভালোবাসায় বিশ্বাস করি। ভবিষ্যতে কী হবে, তা সময়ই বলবে। অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর থেকেই মালাইকার সঙ্গে হর্ষ মেহতার ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। অর্জুনের সঙ্গে একসঙ্গে থাকলেও তাকে বিয়ে করেননি মালাইকা।
Leave a Reply